By indore
Bengali Original Song
চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন।
কিবা, অনুপমভাতি, মোহনমূরতি, ভকত-হৃদয়-রঞ্জন। আজ নবরাগে রঞ্জিত, কোটি শশী-বিনিন্দিত;
(কিবা) বিজলি চমকে, সেরূপ আলোকে, পুলকে শিহরে জীবন।
হৃদি-কমলাসনে, ভজ তাঁর চরণ,
দেখ শান্ত মনে, প্রেম নয়নে, অপরূপ প্রিয়দর্শন!
চিদানন্দরসে, ভক্তিযোগাবেশে, হও রে চিরমগন ।
(চিদ...
আমি দূর্গা দূর্গা বলে মা যদি মরি ।
আখেরে এ-দীনে, না তারো কেমনে, জানা যাবে গো শঙ্করী ।।
নাশি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রুন, সুরাপান আদি বিনাশি নারী ।
এ-সব পাতক, না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি ।।
শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ২৬)
(8)
(1)
(7)
(20)
(27)
(3)
(5)