Blog categorized as Kathamrita Songs

Bengali Original Song


কথা বলতে ডরাই; না বললেও ডরাই।
মনের সন্দ হয়; পাছে তোমা ধনে হারাই হারাই ॥ আমরা জানি যে মন-তোর; দিলাম তোরে সেই মন্তোর। এখন মন তোর; যে মন্ত্রে বিপদেতে তরী তরাই ॥

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ৪৩)

17.01.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song

দেখে এলাম এক নবীন রাখাল,
নবীন তরুর ডাল ধরে, 
নবীন বৎস কোলে করে, 
বলে, কোথা রে ভাই কানাই।
আবার, কা বই কানাই বেরোয় না রে,
বলে কোথা রে ভাই,
আর নয়ন-জলে ভেসে যায়।


শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ২১)

16.01.26 01:31 PM - Comment(s)

Bengali Original Song

সুরা পান করি না আমি সুধা খাই জয় কালী বলে,
মন-মাতালে মাতাল করে মদ-মাতালে মাতাল বলে।
গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তায় মশলা দিয়ে;
জ্ঞান শুঁড়িতে চোঁয়ায় ভাঁটী পান করে মোর মন-মাতালে।
মূল মন্ত্র যন্ত্রভরা, শোধন করি বলে তারা;
প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে।


শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্র...


15.01.26 10:00 AM - Comment(s)

Bengali Original Song

আমার কি ফলের অভাব।
পেয়েছি যে ফল, জনম সফল, 
মোক্ষ-ফলের বৃক্ষ রাম হৃদয়ে ॥
শ্রীরামকল্পতরুমূলে বসে রই-
যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। 
ফলের কথা কই, (ধনি গো), ও ফল গ্রাহক নই;
যাব তোদের প্রতিফল যে দিয়ে ।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম সংস্করণ ১৯৮৬-৮৭, পৃষ্ঠ ৩০)

14.01.26 02:10 PM - Comment(s)

Bengali Original Song

কে জানে কালী কেমন?
ষড় দর্শনে না পায় দরশন ।
মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন।
কালী পদ্মবনে হংস-সনে, হংসীরূপে করে রমণ ॥
আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন।
তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন ॥
মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন।
মহাকাল জেনেছেন কালীর মর্...
14.01.26 10:00 AM - Comment(s)